মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে চাঁদপুর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট এএসএম মোসা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, পণের দাম নিয়ন্ত্রণ হয় চাহিদার উপর নির্ভর করে। চাঁদপুরের ইলিশের চাহিদা বেশি থাকায় ব্যবসায়িরা বেশি দাম নেয়ার সুযোগ পায়। সাগরের ইলিশ বেশি ধরা পড়লেও স্বাদের কারণে এর চাহিদা কম থাকে। তাই দামটা চাঁদপুরের নদীর মাছের চাইতে দাম কিছুটা কম থাকে। চাঁদপুরের ইলিশের চাহিদা বেশি কিন্তু ধরা পড়ে কম। তাই দাম বেশি। তবে তা যেন অস্বাভাবিক বেশি না হয় সেদিকে ব্যবসায়ীদের নজর রাখতে হবে।

তিনি আরো বলেন, আমাদের দেশের মানুষ আজ অস্বাস্থ্যকর ও ভেজাল খাবারের জন্যে দূরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। সরকার চায় প্রোডাকটিভওয়েতে সকলে আয় করুক তাতে দেশের সকল জনগণ উপকৃত হবে।

তিনি বলেন, সরকার পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে। বিশেষ করে তেলের দাম। গায়ের রেটে বিক্রি করার জন্যে কিন্তু সরকার যখন তার দাম কমায় তখন অনেক অসাধু ব্যবসায়ী পূর্বের দামে বিক্রি করে। আমরা সকলেই ভোক্তা, যিনি ব্যবসা করছেন তিনিও ভোক্তা। কিন্তু ব্যবসায়ি যখন তার ব্যবসার চেয়ারে বসেন তখন তিনি ভুলে যান তিনিও একজন ভোক্তা। আমরা ব্যবসা করবো কিন্তু নিজেদের মধ্যে নীতি নৈতিকতা রাখতে হবে। সবকিছু অভিযানের মধ্য দিয়ে জরিমানা করে ভোক্তা অধিকার রক্ষা সম্ভব নয়, এজন্যে দরকার সকলের সচেতনতা।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য ও প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূর হোসেন।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মহিলা কাউন্সিলর আয়শা রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব সরকার, পালবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোঃ সফর উদ্দিন ও ঔষধ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি সুভাষ সাহা।

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আজাদুর রহমান, সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মোঃ শাহীন হেসেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক, জেলা ক্যাবের সহ-সভাপতি মোঃ সেলিম পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, চাঁদপুর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আলহাজ নূরুল আলম লালু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আখন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আখন্দ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বেপারীসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়