মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর গ্রামে নিরীহ পরিবারের জমি দখলের চেষ্টা
নিজস্ব সংবাদদাতা ॥

চাঁদপুর সদর থানার ৮নং বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামের নিরীহ অসহায় কৃষক মোঃ হারুন বেপারীর জমি জোর করে দখলের চেষ্টা করে একই এলাকার শহীদ উল্লা মজুমদারের ছেলে মোঃ নাসির মজুমদার ও তার ভাই নাহিদ। গত ২ সেপ্টেম্বর শনিবার সকালে কিছু সন্ত্রাসী নিয়ে গরিব কৃষক হারুন বেপারীর জায়গার বেড়া এবং গাছ ভেঙ্গে ফেলে দেয়। এ সময় অসহায় কৃষক হারুন বেপারী খবর পেয়ে ছুটে গিয়ে জায়গার কাছে এসে বাধা দিলে তাকে নাসির মজুমদার বিভিন্নভাবে হুমকি দেয়। তারপর তাকে বেড়া ভাঙ্গার নিষেধ করলে এবং বাধা দিতে গেলে নাসির ও তার ভাই নাহিদ নিরীহ অসহায় কৃষক হারুন বেপারীকে মারধর করে। উপায়ন্তর না পেয়ে তিনি সেখান থেকে চলে আসেন। এলাকার স্থানীয় মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে এ বিষয়টি জানান। খবর পেয়ে নাসির ও তার ভাই তাদের কিছু সংখ্যক মাদকসেবী, সন্ত্রাসী ও বখাটে ছেলেদেরকে নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, এই নাসির মজুমদার সরকারি চাকুরি করে বলে কিছু হলেই অন্যায়ভাবে মানুষকে ভয় দেখিয়ে অন্যায় কাজগুলো সে করে এবং কেউ বাধা দিতে আসলে সে বলে তাকে কেউ কিছু করতে পারবে না। সে এসব ভয় দেখিয়ে মানুষকে জিম্মি করে রাখে। আমরা এলাকাবাসী আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রশাসনের প্রতি অনুরোধ করবো, এই নাসির মজুমদারকে আইনের আওতায় আনুন। সে মানুষকে অন্যায়ভাবে যাতে কোনোরকম হয়রানি না করতে পারে এজন্যে প্রশাসনের সহযোগিতা কামনা করছি। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্যে অনুরোধ করেছে এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়