মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

মতলবে ইসলামী ব্যাংকের গাছের চারা বিতরণ
রেদওয়ান আহমেদ জাকির ॥

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মতলব শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে গাছের চারা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’ স্লোগান নিয়ে গত মঙ্গলবার ব্যাংক শাখা কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে গ্রাহকদের গাছের চারা বিতরণ করা হয়েছে।

ব্যাংকের এফএভিপি ও শাখা প্রধান মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে এবং ব্যাংকের জুনিয়র অফিসার মোঃ গোলাম গাউছের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোন প্রধান মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, কুমিল্লা জোন আরডিএস ইনচার্জ ও প্রিন্সিপাল অফিসার তোফাইল আহম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স মোঃ জাকির হোসেন। কোরআন তেলাওয়াত করেন আরডিএস কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন।

প্রধান অতিথি পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বিষমুক্ত ফলের চাহিদা পূরণের জন্য বেশি বেশি ফলের গাছ লাগানোর জন্যে সদস্যদের আহ্বান জানান। গাছ লাগানোর পর প্রতিটি গাছের যত্ন নেয়ার জন্যেও তাগাদা দেন। বিশেষ অতিথিবৃন্দ মতলব শাখার বৃক্ষরোপণ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং চারা গাছের পরিচর্যার বিষয়ে বিশেষ যত্নবান হওয়ার তাগিদ দেন। সভাপতির বক্তব্যে ব্যাংক প্রদত্ত একটি চারার পাশাপাশি আরো অন্তত দুটি ফলের চারা গাছ লাগানোর জন্য সদস্যদের আহ্বান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়