প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভায় নিম্ন আয়ের মানুষের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর সোমবার সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিসিবি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কারানির্যাতিত নেতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
উল্লেখ্য, ফরিদগঞ্জ পৌরসভায় মোট ২ হাজার ৮শ’ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণের অংশ হিসেবে এর পূর্বে ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের পণ্য বিক্রয় করা হয়। এই কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে এ পর্যায়ে ৪৭০ টাকার পণ্য হিসেবে প্রতিজনকে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরির ডাল ও ৫ কেজি চাল প্রদান করা হয়।
এ সময় পৌরসভার প্যানেল মেয়র-১ আবদুল মান্নান পরান, কোষাধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।