প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকতের সাথে চাঁদপুর সদর উপজেলার মুক্তিযোদ্ধাগণ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ও মতবিনিময় করেছেন। গতকাল দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দুইবারের নির্বাচিত সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ আবুল কালাম চিশতী, মুক্তিযোদ্ধা ফজলুল হক, আব্দুল হামিদ আখন্দ, শহীদ মোল্লা, নজরুল ইসলাম, মালেক পাটোয়ারী, নজরুল ইসলাম, বিল্লাল মাস্টার, বাসুদেব বর্ধন, জাকির সর্দার, মুসলিম খান, মনোরঞ্জন ঘোষ, আবুল কাশেম দুলু মোল্লা, শংকর সাহা, সিদ্দিক পাটোয়ারীসহ সদর উপজেলার অন্য মুক্তিযোদ্ধাগণ।