প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে চাঁদপুর মডেল থানায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানের ঐতিহ্য রয়েছে। আপনারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আপনারা অতীতে যেভাবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর শোভাযাত্রা করেছেন সেভাবে এ বছরও আপনারা শান্তিপূর্ণভাবে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সেটি করবেন। বিকেলে শোভযাত্রা শুরু করে সন্ধ্যার মধ্যে শেষ করার অনুরোধ করেন। শোভাযাত্রাটি যেন সুশৃঙ্খলভাবে করা হয় সেজন্যে অনুরোধ জানান তিনি।
এ সময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমীর উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, সাধারণ সম্পাদক কার্তিক সরকার, চির রঞ্জন রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, শিপ্রা মজুমদার, তমাল ভৌমিক, লিটন সাহা, রঞ্জিত সাহা মুন্নাসহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি সম্পাদকবৃন্দ।