মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

কচুয়ায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিনিধি ॥

কচুয়ায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সোলাইমান ভেন্ডারের বাড়িতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ হাবিব উল্লাহ হাবিবের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ মকবুল হোসেন, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান পাঠান, মোস্তাক আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এ সময় কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত সোলেমান মিয়া ভেন্ডার, বিএনপি নেতা প্রয়াত আবু তাহের ভেন্ডার ও প্রয়াত আনোয়ার হোসেনসহ একই পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন ও পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন মোশারফ হোসেন। দীর্ঘদিন পর কচুয়ায় বৃহৎ আকারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারায় দলীয় নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাদের বিশ্বাস আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে তারেক জিয়ার নেতৃত্বে দেশ পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়