প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলকে ঘিরে ধারণকৃত বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ পুনঃপ্রচার হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হয় চাঁদপুরে ধারণ করা ইত্যাদির একটি নিয়মিত পর্ব। কয়েক হাজার দর্শক নিয়ে ২০১৪ সালের নভেম্বর মাসে ইত্যাদির প্রশংসিত এই পর্বটির ধারণ করা হয়েছিলো চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মিলনস্থলের পাশেই বড় স্টেশন মোলহেডে।
বিষয় বৈচিত্র্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে কিছু মানবিক, অনুসন্ধানী, সচেতনতা ও শিক্ষামূলক প্রতিবেদন। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। গান গেয়েছেন চাঁদপুরেরই চারজন শিল্পী সাদি মহম্মদ, রূপালী চম্পক, এসডি রুবেল ও দিনাত জাহান মুন্নী। গানটি লিখেছেন কবির বকুল। যার বাড়িও এই চাঁদপুরে এবং সংগীত আয়োজন করেছেন আলী আকবর রুপু। চাঁদপুরেরই কৃতী সন্তান নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের পরিচালনায় ও অংশগ্রহণে স্থানীয় অর্ধশতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনায় ছিলো একটি লোক নৃত্য।
অনুষ্ঠানে মামা-ভাগ্নে, দর্শক পর্ব, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে পুনঃপ্রচার হয়েছে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। যথারীতি ইত্যাদির এই পর্বটি স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।