প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১ সেপ্টেম্বর রাজারগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী মামুনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক এমএ নাফের শাহ, উপজেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন শাহীন, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান নেছার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম বকাউল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর নয়ন ও ছাত্রদলের সভাপতি ইউনুছ খান।
উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল খান, একেএম ফখরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ শাহাদাত প্রধানীয়া, মোঃ মুরাদ হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাসার আহমদসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।