প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সঙ্কট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বালুর মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্মণ্ডমহাসচিব মাওঃ গাজী আতাউর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হতে পারে না এটা প্রমাণিত হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে দলীয় কোনো সরকারের অধীনে ভালো নির্বাচন হয়নি। এ জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। সেই সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ এখানে সবদলের প্রতিনিধিত্ব থাকবে এবং সবার কথা বলার সুযোগ থাকবে।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতাসীনদের অধীনে হবে না, হতে দেয়া যাবে না। সরকার সসম্মানে পদত্যাগ না করলে বাধ্য করা হবে। তারা মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আর আমাদের রাষ্ট্রটা অবৈধ দখল হয়ে গেছে। তা দখলমুক্ত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্যে আমাদের চরমোনাইর পীর সাহেব বলেছেন, গণতান্ত্রিক সকল আন্দোলনের সাথে ইসলামী আন্দোলন আছে এবং থাকবে। কারণ, আগে দেশ উদ্ধার করতে হবে।
মাওঃ গাজী আতাউর রহমান আরো বলেন, গোটা জাতি আজ গণঅভ্যুত্থানের পথে। নতুন করে সঙ্কট তৈরি হোক, এটি আমরা চাইনা। সাংবিধানিক সঙ্কট তৈরি করেছে আওয়ামী লীগ, সংবিধান সংশোধন করে জাতিকে সঙ্কটমুক্তের দায়িত্বও তাদেরকেই নিতে হবে। সেই সাথে অনিবার্য সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে। এ সময় তিনি গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে কল্যাণের রাজনীতি, আদর্শ সমাজ প্রতিষ্ঠার রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের ছায়াতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বক্তব্য শেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মকবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওঃ মুহাম্মদ মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওঃ হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ মুহাম্মদ নুরুদ্দিন খান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি প্রিন্সিপাল এমএ মতিন মজুমদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহাদাত হোসেন প্রধানীয়া ও উপজেলা যুব আন্দোলনের সভাপতি হাফেজ নূরে আলম সিদ্দিকীর যৌথ উপস্থাপনায় পরিচালনায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা সহ-সভাপতি মাওঃ মাহতাব উদ্দিন চৌধুরী, অ্যাসিস্টেন্ট সেক্রেটারী মুহাম্মাদ নেছার উদ্দিন, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মোঃ কামাল গাজী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শরিফুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের পৌর সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন নিপু ও ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ আক্তার হোসেন আকন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে রাজারগাঁও ইউনিয়নের সভাপতি ক্বারী আবুল হাশেম, বাকিলা ইউনিয়ন সভাপতি মাওঃ মাহবুবুর রহমান, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সভাপতি মাওঃ শাহাদাত হোসেন, সদর ইউনিয়নের সভাপতি (অবঃ) কর্নেল মোহাম্মদ আলী পাটওয়ারী, বড়কূল পূর্ব ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ তানজিল, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওঃ শাহিদুল ইসলাম, দ্বাদশ ইউনিয়নের সভাপতি মাওঃ কুতুবউদ্দিন প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সদস্য মাওঃ যোবায়ের আহমাদ, উপজেলার সাবেক সভাপতি আলহাজ্ব মোরশেদ আলম, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাকিব হোসেন প্রমুখ।