প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার বিকেলে বাগানবাড়ী ইউনিয়নের খন্দকারকান্দি গ্রামে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, চাঁদপুর-২ আসনের ৪বারের সংসদ সদস্য, সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নূরুল হুদা সাহেবের বাড়ির সামনের মাঠে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম নূরুল হুদার জ্যেষ্ঠ পুত্র চাঁদপুর জেলা বিএনপির যুগ্মণ্ডসাধারণ সম্পাদক তানভীর হুদা। তিনি বলেছেন, এই ফ্যাসিস্ট, জুলুমবাজ সরকারকে আর সময় দেয়া যায় না। এই ভোটবিহীন জনবিচ্ছিন্ন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিএনপির প্রতিটি নেতা-কর্মী আর ঘরে ফিরে যাবে না। তিনি বলেন, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে অঙ্গীকারবদ্ধ হতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের নির্বাচন, আগামী নির্বাচন হবে দেশ গড়ার নির্বাচন। এ অবৈধ সরকার যেন আর ক্ষমতায় থাকতে না পারে, গভীর রাতে ব্যালট বাক্স পূর্ণ করতে না পারে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।
নেতা-কর্মীদের প্রতি তানভীর হুদা বলেন, আমাদেরকে গণতন্ত্র ফিরে আনতে হবে। এজন্যে আমাদের হয়তো অনেক মূল্য দিতে হবে। এই মূল্য দিয়ে, ত্যাগ স্বীকার করেই আমাদের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই জুলুমবাজ সরকারকে হটাতে প্রয়োজনে শহীদ হয়ে যাবো। এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত আঘাত হানতে হবে। এই প্রত্যয় নিয়েই আপনারা বাড়ি ফিরে যাবেন।
এ সময় বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল মৃধা, উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি বশিরউল্লাহ, চাঁদপুর জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন হিরু, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক সভাপতি আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মানিক ফরাজী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব সরকার, যুবদল নেতা হারুন সরকার, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম ভূঁইয়া প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ্ গিয়াস, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, যুবদল নেতা জসিম মিঝি, মোঃ বাবুল, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, যুবদল নেতা হালিম সরকার রিঙ্কু, আব্দুল হালিম, শামসুদ্দিন, ইউপি সদস্য মোঃ সায়েম, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মুন্সি, ইউপি সদস্য আল আমিন, বিল্লাল হোসেন রনি, আক্তার হোসেন, আহমেদ হোসেন মিন্টু, মোবারক হোসেন, হাসানুল কিবরিয়া তপন, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার মুন্সী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, পৌর তাঁতীদলের সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি মফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সোলেমান প্রধান, সাত্তার, নাজমুল প্রধান, মোঃ সেলিম হোসেন, মোঃ ফরিদ, মোঃ আনোয়ার, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন, মোঃ সুমন, নোমান, সোহরাফ হোসেন, আব্দুল আজিজ, মনির জামতলা, মোঃ নোমান, ছেংগারচর পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জমির, উপজেলা মৎসজীবী দলের সভাপতি সাধারণ সম্পাদক আবুল হোসেন কুটুম, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, মামুন মনির, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, সাবেক ছাত্রদল নেতা ঈশা খান, রাজিব মিয়া, জিলানী খান, শরীফ, মতলব দক্ষিণ পৌর ছাত্রদলের সাবেক যুগ্মণ্ডআহ্বায়ক মোঃ সারোয়ার ফরাজী, হুমায়ন কবির, নাদিম ভূঁইয়া, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
এরপর চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আনারপুর মোড় হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপি, ছেংগারচর পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক লীগসহ উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
তানভীর হুদা আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গত শুক্রবার পা রাখলো ৪৬ বছরে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীদের ‘যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসেবে এই দল গঠন করেন।