মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের ব্রেস্ট ফিডিং সম্পর্কে আলোচনা ও পুষ্টি জাতীয় খাবার বিতরণ
কাজী নাহিন ॥

চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের উদ্যোগে গতকাল পহেলা সেপ্টেম্বর বিকেল ৪টায় চাঁদপুর রোটারী ভবনে শিশুদের জন্য মায়েদের ব্রেস্ট ফিডিং বিষয়ে আলোচনা এবং মায়েদের পুষ্টি জাতীয় খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি এবং চাঁদপুর নার্সিং ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর রোঃ নাজমুন নাহার উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বলেন, ঠিক কোন্ কোন্ উপাদানে মায়ের দুধ তৈরি হয় তা আজও বিজ্ঞানীদের কাছে অজানা। এজন্য মাতৃদুগ্ধের কোনও বিকল্প তৈরি করা আজও যায় নি। কিন্তু এর উপকারিতা জানা গেছে শিশু জন্মের পর প্রথম ছয়মাস মাতৃদুগ্ধ পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মাতৃদুগ্ধে শিশুদের লিভার, কিডনি, ব্রেনশক্তি বৃদ্ধি পায়। এছাড়াও নানা পুষ্টিগুণ উপাদান রয়েছে। মায়েদের জন্য আমরা কিছু পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রোঃ এনামুল ইসলাম সাব্বির, আইপিপি রোঃ শাহরিয়ার খান হিমেল, ভাইস প্রেসিডেন্ট রোঃ কাজী আজিজুল হাকিম, জয়েন্ট সেক্রেটারী রোঃ ওবায়েদুর রহমান, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর প্রিয়া আলম, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর জান্নাতুল ফেরদাউস, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ মোঃ শরীফ রহমান অর্ক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়