প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়েছে। ১ সেপ্টেম্বর বিকেলে কালিয়াপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে দোয়াভাঙ্গা-ঠাকুরবাজার অতিক্রম করে কালীবাড়ি মাঠে সমাবেশে মিলিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, সাবেক সংসদ সদস্য এমএ মতিন সাহেবের কর্মী হিসেবে এখন পর্যন্ত আপনাদের সাথে আছি। এই দলের বহু নেতা-কর্মী আটক হয়েছে, নির্যাতিত হয়েছে তারপরও আনুগত্য ছাড়েনি। মনে রাখতে হবে, এই সরকারের দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। তিনি বলেন, আমাদেরকে সন্ত্রাস করতে হয় না, আমরা শান্তিপূর্ণভাবে বিজয় লাভ করবো।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে ধৈর্য ধরে দলের জন্যে আনুগত্য প্রকাশ করেছেন তার জন্যে আমি ঋণী হয়ে গেলাম। যতোদিন বাঁচবো আমি আপনাদের জন্যে জীবন উৎসর্গ করলাম।
উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়ার সভাপ্রধানে যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি শাহ্ মোহাম্মদ আলী, সহকারী অধ্যাপক মোজাহের হোসেন, আবুল কালাম আতাহার, পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, বিএনপির নেতা ব্যবসায়ী মোঃ আবু ইউসুফ রুপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ শাহেদুল হক মজুমদার, সদস্য সচিব এহতেশামুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ আলম সিকদার, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হায়দার প্রমুখ।
র্যালি শুরু হওয়ার সাথে সাথে বৃষ্টি শুরু হলে নেতা-কর্মীরা ভিজে র্যালিতে অংশ নেন।