প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজারস্থ ঘোষপাড়া সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের ত্রি-বার্ষিক কমিটি গঠনকল্পে গত ২৬ সেপ্টেম্বর এক সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় পুরাণবাজার লোহারপুল সংলগ্ন সত্যভূম মন্দিরে আয়োজিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মানিক সূত্রধরকে সভাপতি ও অমিত ঘোষকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন রাজন পোদ্দার, সহ-সভাপতি রনি ঘোষ, তাপস সরকার, কুট্টি ঘোষ, সজীব সূত্রধর, হরি ঘোষ, সুজিত ঘোষ, গোবিন্দ ঘোষ, নন্দরাজ শীল, যুগ্ম সাধারণ সম্পাদক তন্ময় দত্ত, জয় ঘোষ, মুন্না ঘোষ, পলাশ ঘোষ মনা, সুমিত ঘোষ, কাঞ্চন সুত্রধর, রাব্বি ঘোষ, সাংগঠনিক সম্পাদক অন্তু সাহা, তমাল সরকার, কোষাধ্যক্ষ জয় ঘোষ, রাজীব সূত্রধর, শরৎ সাহা প্রমুখ।
সভায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যকরী সদস্য জুয়েল কান্তি নন্দুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবগঠিত কমিটি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামী ৬ সেপ্টেম্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উদযাপনে পৌরাণিক সাজে সজ্জিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অভিষেক অনুষ্ঠানসহ ধর্মীয় বিভিন্ন কর্মসূচি উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।