মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০

মরহুম ছোট লতিফ খাঁর সহধর্মিণীর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজারে বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আব্দুল লতিফ খানের (ছোট লতিফ খাঁ) সহধর্মিণী মোছাম্মৎ আনোয়ারা বেগম আর বেঁচে নেই। তিনি মঙ্গলবার ২৯ আগস্ট দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯৮ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অগণিত আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মঙ্গলবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে কিছু সময় চিকিৎসাধীন থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমার জানাজার নামাজ বুধবার বাদ জোহর বাবুরহাট খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেখানে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়। মোসাম্মৎ আনোয়ারা বেগম পরহেজগার পর্দানশীন নারী ছিলেন। তিনি পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম খান ও বিল্লাল খান, আরজু খান, শাহীন খান, সিপন খান ও রিপন খানের মাতা এবং চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ খোকন খানের খালাম্মা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়