প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০০:০০
৯১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলো : উপজেলার ভোলাচৌ গ্রামের মোঃ তাজুল ইসলাম (২৪) ও আবুল খায়ের (৩৪)।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের এসআই মোঃ জামাল হোসেনের নেতৃত্বে একটি পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বোর্ড অফিস সংলগ্ন ব্রীজের উপর থেকে অভিযুক্তদের আটক করে। এ সময় তাদের তল্লাশি করে মোঃ তাজুল ইসলামের কাছ থেকে ৫০ পিচ ও আবুল খায়েরের কাছ থেকে ৪১ পিচ ইয়াবা এবং ২৭ হাজার ৩শ’ টাকা উদ্ধার করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আঃ মান্নান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে।