প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য মোঃ কামরুল হাসান টিটু ভূঁইয়া গত ২১ জুলাই চট্টগ্রামের একটি হোটেলে সপরিবারে অবস্থানরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার পরিবারে স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক ২ ছেলেকে রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুর খবরে তাৎক্ষণিক শোক ও সমবেদনা জানিয়েছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এরপর ১১ আগস্ট শুক্রবার মরহুমের বাড়িতে পরিবারের খোঁজ-খবর নিতে যান তিনি। তিনি টিটু ভূঁইয়ার পরিবারের সংসারের সচ্ছলতার জন্যে স্ত্রী ফরিদা ইয়াসমিনকে চাঁদপুর সিটি কলেজে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন।
টিটু ভূঁইয়া হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়ার ছোট ছেলে, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব ভূঁইয়ার ভাতিজা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া এবং তার ছোট ভাই জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফারুক হোসেন ভূঁইয়ার সহোদর।
এ সময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।