প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে আজ ২৬ জুন সোমবার। এরই মধ্যে প্রচার-প্রচারণায় অনানুষ্ঠানিক সভা-সমাবেশে এলাকা মাতিয়ে তুলেছেন প্রার্থীরা। গরমকে উপেক্ষা করে পৌর সদরের প্রতিটি পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন তারা। ভোটারদের মন জয় করতে নানা কৌশল অবলম্বন করছেন। কেউ পায়ে হাত দিয়ে সালাম করছেন, আবার কোনো কোনো প্রার্থী মাথা নুইয়ে দোয়া নিচ্ছেন বয়স্কদের।
গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছ থেকে পক্ষে রায় নেয়ার প্রতিশ্রুতিও আদায় করে চলেছেন। নির্বাচনে বিজয়ী হলে সব ধরনের সুযোগ-সুবিধাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে সচেষ্ট থাকবেন- এমন অঙ্গীকার করে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
অন্যদিকে নির্বাচন যত ঘনিয়ে আসছে, পৌর সদরের হোটেল-রেস্তোরাঁয় চায়ের আড্ডাও জমে উঠছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের নানা চুলচেরা বিশ্লেষণের ঝড় বইছে চায়ের কাপে।
ছেংগারচর পৌরসভা নির্বাচনে চার মেয়র প্রার্থী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরিফ উল্যাহ সরকার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ সেলিম হোসেন, স্বতন্ত্র প্রার্থী নূরুল হক সরকার ও আবদুল ওয়াদুদ মাস্টার। আর কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৬৩ জন।