প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৬
চাঁদপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সম্মেলন
সভাপতি মাও. ইমরান সেক্রেটারি হাফেজ নেয়ামতসভাপতি মাও. ইমরান সেক্রেটারি হাফেজ নেয়ামত
![চাঁদপুর জেলা ইসলামী যুব আন্দোলনের সম্মেলন](/assets/news_photos/2025/02/07/image-58733-1738941514bdjournal.jpg)
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর চাঁদপুর জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৫) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে দ্বি-বার্ষিক এ সম্মেলনের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা। সম্মেলনে আগামী ২০২৫/২৬ সেশনের জন্য চাঁদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি পদে মাওলানা ইমরান হোসাইন ও সাধারণ সম্পাদক পদে হাফেজ নেয়ামতুল্লাহর নাম ঘোষণা করা হয়।
|আরো খবর
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী। তিনি বলেন, ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি নেতা-কর্মী যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে ছিল, ঠিক সেভাবে সকল জুলুমবাজ, চাঁদাবাজ ও অত্যাচারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আগামী নির্বাচনে যুব আন্দোলনকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যাতে করে প্রত্যেকটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করা যায়। দেশের মানুষ ১৭ বছর বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। অনেক মামলা হামলার শিকার হয়েছে ওলামায়ে কেরামসহ সাধারণ মানুষ। আর কোনো নতুন ফ্যাসিবাদকে আমরা এ দেশে দেখতে চাই না। রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। সকল সংস্কার নিশ্চিত করে তারপর নির্বাচন দিতে হবে। কারণ সংস্কার করার জন্যই এই অভ্যুত্থান হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরে এদেশের সকল মন্ত্রী, এমপি ও নেতারা দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হয়েছে। তাদেরকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।
জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কেএম ইয়াসিন রাশেদ সানী, সেক্রেটারী শাহজালাল গাজী সোহাগ প্রমুখ।
ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহর পরিচালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আবুল বাশার তালুকদার, সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মঈন উদ্দিন, মতলব উত্তর উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাইনুদ্দীন সুজন, চাঁদপুর পৌর যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওমায়ের খান রাহাত।
সম্মেলনে আগামী ২০২৫/২৬ সেশনের জন্য চাঁদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সহ-সভাপতি মাওলানা মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ নেয়ামতুল্লাহর নাম ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি নবগঠিত কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করা।