শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩১

“পলাতক বেনজীরের দেশবিরোধী ষড়যন্ত্র ফাঁস! পুলিশের তীব্র নিন্দা”

“গণহত্যা-দুর্নীতির মাস্টারমাইন্ড, এবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে!”

মো.জাকির হোসেন
“গণহত্যা-দুর্নীতির মাস্টারমাইন্ড, এবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে!”
সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি: সংগৃহীত

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ভার্চুয়াল সভায় পুলিশের ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এই বক্তব্যকে “গভীর ষড়যন্ত্র” ও “রাষ্ট্রদ্রোহিতার শামিল”

বলে আখ্যায়িত করেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, “গণহত্যা, দুর্নীতি, মানি লন্ডারিংসহ একাধিক মামলার পলাতক আসামি বেনজীর আহমেদ ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল সভায় অংশ নেন এবং ষড়যন্ত্রমূলক বক্তব্য দেন। এটি পুলিশ বাহিনীর পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ন করেছে।”

নতুন বাংলাদেশে জনবান্ধব পুলিশের অঙ্গীকার

বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর পুলিশের সংস্কার এবং নতুন জনবান্ধব পুলিশ বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়। প্রতিবাদলিপিতে বলা হয়, “যেসব পুলিশ সদস্য অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, গণহত্যায় জড়িত ছিলেন এবং ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের বিচারের বিষয়ে পুলিশ বাহিনীর সবাই একমত।”

অ্যাসোসিয়েশন আরও জানায়,“পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য বর্তমানে দেশপ্রেমের চেতনায় এবং জনগণের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করছে। অতীতের ভুল শুধরে বাংলাদেশ পুলিশ জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবে।”

বেনজীরের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অর্থপাচার, দুর্নীতি, ও ক্ষমতার অপব্যবহারের অসংখ্য অভিযোগ রয়েছে। তিনি বর্তমানে গণহত্যা ও দুর্নীতির মামলায় পলাতক।

২০১৩ সালে হেফাজতে ইসলামের বিরুদ্ধে শাপলা চত্বরে অভিযান পরিচালনা, হাজার কোটি টাকার দুর্নীতি, এবং সম্পদের হিসাব গোপন করার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।

বাংলাদেশ পুলিশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক আইজিপির বিরুদ্ধে এত বড় পরিসরে অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে সর্বমহলে আলোচনা চলছে।

ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে,“একজন ব্যক্তির অপরাধের দায়ভার পুরো পুলিশ বাহিনী বহন করবে না।” তারা এই ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, “পুলিশ বাহিনীর সদস্যরা নতুন বাংলাদেশ গঠনে জনগণের পাশে আছে। কোনো ষড়যন্ত্রই আমাদের দায়িত্ব ও দেশপ্রেম থেকে বিচ্যুত করতে পারবে না।”

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়