প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০
![কাদলা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফর চাল বিতরণ](/assets/news_photos/2023/06/26/image-34782.jpg)
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। ২৫ জুন রোববার সকাল ১০টায় কাদলা ইউনিয়ন পরিষদ চত্বরে ১০ কেজি করে ৪ হাজার ২শ’ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এ ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নূর ই আলম রিহাত।
নূর ই আলম রিহাত বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা সামনে রেখে কাদলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বসবাসরত প্রায় ৪ হাজার ২শ’ পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে কচুয়ায় বসবাসরত বিত্তবান সকলকেই হতদরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তদারকি কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কাদলা ইউনিয়ন পরিষদের সচিব সেতারা আফরোজ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নিপেন্দ্র সরকার, সদস্য মোঃ বাবুল হোসেন, মোঃ সবুজ হোসেন, মোঃ মোশারফ হোসাইন, মোঃ আবুল কালাম, মোঃ মিজানুর রহমান, মোঃ আলাউদ্দীন মজুমদার, মোঃ ইকবাল হোসেন, মোঃ কাউসার প্রধান, মোঃ শাহ আলম, সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা বেগম, কোহিনুর বেগম ও খাদিজা বেগম, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক রাসেল প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।