শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ পৌরসভার নিয়োগ পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌরসভার ৫টি পদে মোট ৭ জনের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে সহকারী কর আদায়কারী ২টি পদে, নিম্নমান কামণ্ডমুদ্রাক্ষরিক ২টি পদে, বিদ্যুৎ মিস্ত্রি, টিকাদানকারী ও অফিস সহায়ক পদে মোট ৩৩ জন প্রার্থীর অংশগ্রহণে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে লিখিত পরীক্ষা ও পৌরসভা কার্যালয়ে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়।

জানা গেছে, শনিবার ভোর থেকে পরীক্ষা শুরুর পূর্ব মূহূর্ত পর্যন্ত পরীক্ষা কমিটির সদস্যরা কলেজ অধ্যক্ষের কক্ষে অবস্থান নিয়ে প্রশ্নপত্র তৈরি করে। পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ প্রাপ্তরা হলেন : সহকারী কর আদায়কারী রোল নং-১০৯ ও ১১১, নিম্নমান কামণ্ডমুদ্রাক্ষরিক রোল নং-২০৩ ও ২০৫, টিকাদানকারী রোল নং-৩০৩, বিদ্যুৎ মিস্ত্রি-৪০২ ও অফিস সহায়ক-৫০৩।

এ ব্যাপারে নিয়োগ সংক্রান্ত কমিটির সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তি যোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী জানান, সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগ কমিটির সদস্য সহকারী কমিশনার (ভূমি)সহ নিয়োগ কমিটির সকল সদস্য সারাদিন পরিশ্রম করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়