প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খান ২৫ জুন সকাল সোয়া ১০টায় নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে---রাজিউন)। তাঁর মৃত্যুতে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমানসহ শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মহান রাব্বুল আলআমিনের নিকট তাঁর জান্নাত কামনা বরেন।
প্রফেসর আবুল খায়ের খান ১৯৬৪ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিনাইর চর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে সন্তান রেখে যান। তিনি ১৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমে ১৮/১১/১৯৯৩ খ্রিঃ তারিখে সরকারি চাকুরিতে যোগদান করেন এবং ২৬/০৬/২০১৯ তারিখ থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত চাঁদপুর সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
চাঁদপুর সরকারি মহিলা কলেজ পরিবার মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।