প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০০:০০
পবিত্র ঈদুল আজহায় চাঁদপুর পৌর এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে প্রতি বছরের ন্যায় এবারও কোরবানির পশুর হাট বসবে। ইতিমধ্যে চাঁদপুর পৌরসভা ও সদর উপজেলা পরিষদ এসব হাটের ইজারাদার ও স্থান সুনির্দিষ্ট করেছে।
চাঁদপুর পৌরসভা ও আশপাশের যে এলাকাগুলোতে পশুর হাট বসবে সেগুলো হলো : বাসস্ট্যান্ড স্বর্ণখোলা, পুরাণবাজার ওসমানিয়া মাদ্রাসা মাঠ, রঘুনাথপুর ওয়াপদা, বেপারী বাজার, বাগাদী চৌরাস্তা, বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠ, বাঘড়া বাজার, সফরমালী বাজার, বালিয়া স্কুল মাঠ, ফরক্কাবাদ স্কুল মাঠ, রানিরহাট বাজার, লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজার, লক্ষ্মীপুর বাজার, ইব্রাহিমপুর ইউনিয়নের এমদাদিয়া মাদ্রাসা মাঠ, ইউনিয়নের হরিনা বাজার, চান্দ্রা ইউনিয়নের চান্দ্রাবাজার স্কুল মাঠ, মদনা বাজার, কল্যাণপুর ইউনিয়নের দাসাদী বাজারসহ অন্য খালি জায়গা। কোরবানির জন্য বিভিন্ন স্থান থেকে এসব পশুর হাটে গরু ছাগল আনা হয়েছে। আজ থেকে গরুর বাজার জমবে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছে।