বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০

নবগঠিত ব্রাহ্মণ সংসদ চাঁদপুর জেলা শাখার বর্ধিত সভা
বাদল মজুমদার ॥

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩জুন শুক্রবার সকাল ১১টায় নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় মন্দির মিলনায়তনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অশোক চক্রবর্তী। সভায় উত্তম গোস্বামীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নরেন্দ্র নারায়ণ চত্রবর্তী। তিনি তাঁর বক্তব্যে বলেন, শুধুমাত্র পৌরোহিত্য করেন তারাই ব্রাহ্মণ কথা তা সঠিক নয়। ব্রাহ্মণ সমাজ পুরোহিত ছাড়াও বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। সনাতন ধর্ম যা চির সত্য, অতীতে ছিলো বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। ব্রাহ্মণ সংসদ ব্রাহ্মণদের একটি সংগঠন। একটি প্লাটফর্মে থেকে সনাতন ধর্মাবলম্বীদের সঠিক পথে পরিচালনা করার জন্যে এ সংগঠন।

তিনি ব্রাহ্মণ সমাজের উদ্দেশ্যে বলেন, এমন কোনো বিধান দেবেন না যা সনাতন ধর্মাবলম্বীদের অভিশাপ হয়ে দাঁড়ায়। মুখের ভাত কেড়ে নেয়া সেটা ধর্ম নয়, অধর্মের সামিল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুলাল গোস্বামী। উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন সরকার জয়, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সুকান্ত দে, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা ব্রাহ্মণ সংসদের সদস্য সঞ্জয় চক্রবর্তী, অভিজিৎ আচার্য, কচুয়া উপজেলার অপু চক্রবর্তী, শাহরাস্তি উপজেলার তন্ময় চক্রবর্তী, পার্থ সারথী চক্রবর্তী, পরেশ চক্রবর্তী, সদর উপজেলার কমল চক্রবর্তী, শাহরাস্তির দুলাল চক্রবর্তী, ফরিদগঞ্জের মানিক গোস্বামী, কচুয়া উপজেলা শ্রী কৃষ্ণ আচার্য, ফরিদগঞ্জ উপজেলার সুবীর চক্রবর্তী, চাঁদপুর সদরের খোকন আচার্য, কচুয়া উপজেলার মৃদুল চক্রবর্তী, চাঁদপুর সদরে নারায়ণ চক্রবর্তী, কচুয়া উপজেলার হারাধন চক্রবর্তী, মতলব উত্তরের বলরাম গোস্বামী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়