প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলায় চাঁদপুর জেলা বিএনপির নব-নির্বাচিত সম্পাদক ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৩ জুন বিকেলে মতলব দক্ষিণ উপজেলা বিএনপি কার্যালয়ের সম্মুখে এ শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির ২নং সম্মানিত সদস্য ডাঃ সরকার মাহবুব আহম্মদ শামীম। পৌর শ্রমিক দলের সভাপতি ও পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ মনির হোসেন ফরাজীর সভাপতিত্বে ও থানা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ছৈয়ালের সঞ্চালনায় জেলা বিএনপির নব-নির্বাচিত সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মোঃ জাকির হোসেন, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ শরীফুল ইসলাম শাহীন, সদস্য ডাঃ শোয়েব আহম্মেদ, যুবদলের সাবেক সভাপতি ও উত্তর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উল্লাহ টিটু, রিপন সরকার, পৌর বিএনপির সদস্য রবিন সরকার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাদাত হোসেন অভি, য্গ্মু আহ্বায়ক আরাফাত হাবীব, ছাত্রদল নেতা নবীর হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইদ্রিছ আলী মুন্না প্রমুখ।