প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এ সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান খান শাওন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, আশেকে রাসুল জাওয়াদ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ সাইফ হোসেন, সহ-সভাপতি মহিবুর রহমান মৃদুল, কলেজ ছাত্রলীগ নেতা আঃ হান্নানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।