প্রকাশ : ২৪ জুন ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ। ২৩ জুন শুক্রবার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা-কর্মীবৃন্দ আলাদাভাবে মিছিল নিয়ে সমবেত হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক দেওয়ান, সহ-সভাপতি ওমর আলী সরকার, সহ-সভাপতি নিজামউদ্দিন রাঢ়ি, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদার, সাংগঠনিক সম্পাদক মিজান পাটোয়ারী, সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল হালিম বেপারী মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা গাজী, মোঃ ইয়াসিন বেপারী মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ দেওয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী বেপারী, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন গাজী, সহ-সভাপতি হাজী আলী আকবর বেপারী, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেজবাউদ্দিন মাল সহ সাংগঠনিক মোঃ মোস্তফা কামাল সফু প্রমুখ।