প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে বর্তমানে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ আলী (১৯) নামে এক যুবক।
জানা যায়, কল্যাণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একই বাড়ির বাচ্চু গাজীর ছেলে মোহাম্মদ আলীর কাছ থেকে জসিম গাজীর ছেলে শাহজালাল কিছু টাকা হাওলাত নেয়। সেই টাকা দেই-দিচ্ছি বলে শাহজালাল মোহাম্মদ আলীকে ঘোরাতে থাকে। গত ২১ জুন রাতে মোহাম্মদ আলী পুনরায় শাহজালালের কাছে টাকা চান। এতে ক্ষিপ্ত হয়ে পরদিন ২২ জুন বৃহস্পতিবার ভোরবেলায় শাহজালাল লোকজন নিয়ে এসে ঘুমন্ত অবস্থায় বিছানা থেকে টানা হেঁচড়া করে বাইরে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় মোহাম্মদ আলীর বৃদ্ধা মা তাকে বাঁচাতে গেলে তাকেও তারা লাথি মেরে ফেলে দেয়। পরে স্বজনরা মোহাম্মদ আলীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত মোহাম্মদ আলীর বোন খুকী বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় অভিযোগ করলে পুলিশ জসিম গাজী ও জাকির নামে দুজনকে আটক করে।
এ বিষয়ে আহত মোহাম্মদ আলীর বাবা জানান, আমার ছেলের কাছ থেকে শাহজালাল কিছু টাকা হাওলাত নেয়। সেই টাকা চাওয়ায় তারা আমার ছেলেকে ঘর থেকে তুলে নিয়ে মারধর করে। আমার ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ৮টি সেলাই লেগেছে। ঘটনার সময় আমার স্ত্রী ছেলেকে বাঁচাতে গেলে তারা তাকে লাথি মেরে ফেলে দেয়। এখনও তারা আমাদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তারা খুবই উশৃঙ্খল মাস্তান প্রকৃতির।
এ বিষয়ে এএসআই সঞ্জয় চন্দ্র দে বলেন, অভিযোগ পেয়ে আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি।