প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০০:০০
২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসা শিক্ষা যুগোপযোগী করতে শিক্ষকদের দক্ষ করার লক্ষ্যে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের ২ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১-২২ জুন ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। সমাপনী দিনে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।
ইফার উপ-পরিচালক মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মানসুর আহমেদ, জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার, জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।