প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০
![সিঙ্গারের ফ্রিজ কিনে ফ্রি ফ্রিজ পেলেন বিলকিস আক্তার](/assets/news_photos/2023/06/22/image-34630.jpg)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিঙ্গার এক্সক্লুসিভ শোরুম থেকে ফ্রিজ ক্রয় করে স্কেচকার্ড ঘষে চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকার মিসেস বিলকিস আক্তার আরেকটি ফ্রিজ ফ্রি পেয়েছেন। গতকাল বুধবার ২১ জুন সন্ধ্যায় বিলকিস আক্তারকে তার পাওয়া ফ্রিজটি হস্তান্তর করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তারা।
জানা যায়, মঙ্গলবার মিসেস বিলকিস আক্তার ৪৯ হাজার ৯শ’ ৯০টাকায় ২৪৩ লিটারের একটি ফ্রিজ ক্রয় করেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অফার হিসেবে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কর্তৃক স্কেচকার্ড ছিলো। ওই নারী কার্ড ঘষে সিঙ্গারের ২৭৩ লিটারের আরেকটি ফ্রিজ ফ্রি উপহার পান। গতকাল বুধবার সন্ধ্যায় বিলকিস আক্তারকে তার পাওয়া ফ্রিজটি তার কাছে বুঝিয়ে দেয়া হয়। ফ্রিজ বুঝিয়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সেলস্ ম্যানেজার ইসমাইল হোসেন, সিনিয়র অ্যাসোসিয়েট ম্যানেজার জহিরুল হক, টেরিটরি ইনচার্জ শরিফুল ইসলাম, ফিউচার এনার্জি এন্ড ইলেকট্রনিক্সের পরিচালক মোহাম্মদ কুতুব উদ্দিন, মোহাম্মদ সোহেল আহমেদ, মোহাম্মদ সবুজ খান প্রমুখ। এ সময় উপস্থিত সকলকে সিঙ্গার কোম্পানির পক্ষ থেকে ঈদুল আযহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।