প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন ধান উফশী জাতের ১০৫০ জন, হাইব্রিড আমন সহায়তা ৫০ জন ও দেশী জাতীয় নারিকেলের চারা ৭০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২১ জুন) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রচারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে কৃষি প্রণোদনার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, কৃষকদের জন্য কাজ করেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধান থেকে শুরু করে প্রতিটি খাদ্য পণ্য যাতে কৃষকরা সহজেই উৎপাদন করতে পারে সে জন্য নানাভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। কৃষি ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সেচ পাম্পগুলো সৌর বিদ্যুতের মাধ্যমে পরিচালনা করার নিদের্শনা দিয়েছেন। ভর্তুকি দিয়ে সার, বীজ, কীটনাশক সরবরাহ করে কৃষকদের বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। করোনা পরবর্তী সময় এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের উচ্চগতি। এমন অবস্থায় আমাদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করতে কৃষকদের আরো বেশি উৎপাদনমুখী হতে হবে। আর তাই বিনামূল্যে রাসায়নিক সার, বীজ ও চারা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখছেন।
উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, মাজুদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ।