শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০

স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ফিরে এসেছে উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য
অনলাইন ডেস্ক

গতকাল ২০ জুন মঙ্গলবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে চাঁদপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। উক্ত কমিটিতে শেখ ফরিদ আহমেদ মানিককে সভাপতি এবং অ্যাডঃ সলিম উল্যাহ সেলিমকে সাধারণ সম্পাদক করে অনুমোদিত ১৫২ সদস্য বিশিষ্ট কমিটিতে আবদুস শুক্কুর পাটোয়ারীকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়। জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস শুক্কুর পাটোয়ারীকে পুনরায় সহ-সভাপতি মনোনীত করায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ফিরে এসেছে উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। এজন্যে তৃণমূলের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমানকে।

এক প্রতিক্রিয়ায় আবদুস শুক্কুর পাটোয়ারী বলেন, আমাকে পুনরায় জেলা বিএনপির সহ-সভাপতি মনোনীত করায় দলের চেয়ারপার্সন তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ সময় তিনি আরো বলেন, আমি দলের যে কোনো কর্মকাণ্ডে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছি। তাই আমার উপর আবারও যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে, মতলবের নেতা-কর্মীদের নিয়ে আমি তা সঠিকভাবে পালন করবো। বিগত দিনে আমি নেতা-কর্মীদের নিয়ে যেভাবে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলাম, আগামী দিনেও রাজপথে সেভাবে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়