শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০

আজ সেমি-ফাইনালে অংশ নিবে ৪ উপজেলা
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত হবে আন্তঃউপজেলা বালক অনূর্ধ্ব-২১ কাবাডি টুর্নামেন্ট-২০২৩-এর সেমি-ফাইনাল। দুটি সেমি-ফাইনালে অংশ নিবে ৪ উপজেলা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারী।

আজ (২২ জুন) বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনাল খেলায় অংশ নিবে ফরিদগঞ্জ উপজেলা বনাম হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা দল। দিনের অপর ম্যাচে বিকেল ৪টায় ২য় সেমি-ফাইনালে অংশ নিবে মতলব উত্তর উপজেলা বনাম কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা দল। আজ যেই দুটি দল জয়লাভ করবে তারাই শনিবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বলে জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়।

বুধবার (২১ জুন) টুর্নামেন্টের দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অংশ নেয় কচুয়া ও শাহরাস্তি উপজেলা ক্রীড়া সংস্থা দল। এই খেলায় জয়লাভ করে কচুয়া উপজেলা দল। এই ম্যাচে শাহরাস্তি উপজেলা কাবাডি দল খেলার নিয়মাবলির ৭নং ধারা অনুযায়ী খেলোয়াড়দের বয়স প্রকাশের কোনো কাগজপত্র দেখাতে না পারায় কচুয়া উপজেলাকে জয়ী ঘোষণা করেন আয়োজকরা। বুধবার দিনের দ্বিতীয় খেলায় অংশ নেয় হাজীগঞ্জ উপজেলা বনাম হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থা কাবাডি দল। খেলায় হাইমচর ৬৬ ও হাজীগঞ্জ ৩৪ পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়