প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী নিবাসী বিশিষ্ট শিক্ষাবিদ, বহু প্রতিষ্ঠানের রূপকার, সমাজসেবক ও শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শাহতলী কামিল মাদ্রাসা ও জিলানী চিশতী কলেজ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়সহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, মরহুমের কবর জিয়ারত, স্মরণসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিংবডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। মরহুম এটি আহমেদ হোসেন রুশদী এমনই একজন ব্যক্তিত্ব। যিনি কর্মের মাধ্যমে বেঁচে আছেন। তিনি শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন। যতোদিন এই প্রতিষ্ঠান থাকবে, ততোদিন তাঁর নাম থাকবে। তিনি অনেক মেধাবী, বুদ্ধিমান, দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি অত্র অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান করে গেছেন। রুশদী সাহেব ছিলেন সমাজের একজন আলোকবর্তিকা। এ এলাকায় তিনি আলো জ্বালিয়ে গেছেন। তিনি জনকল্যাণে নিয়োজিত ছিলেন, শিক্ষার স্বপ্নদ্রষ্টাও ছিলেন তিনি।
শিক্ষা অফিসার বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নতুন শিক্ষাব্যবস্থাকে আমরা স্বাগত জানাই। আমরা রাষ্ট্রীয় ও সামাজিক সকল ক্ষেত্রে স্মার্ট সমাজ বিনির্মাণে কাজ করবো। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষা সহযোগী হবেন, ইতিবাচক ধারণা দিয়ে শিক্ষাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের দেশ পার্শ্ববর্তী অনেক দেশ থেকে শিক্ষা ও অর্থনীতিতে এগিয়ে রয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা হাতে-কলমে ও গবেষণামূলক শিক্ষা। শিক্ষার্থীরা এ শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী হতে শিখবে, যা শিক্ষাকে যথাযথভাবে জীবনমুখী করবে। তোমরা আগামীর ভবিষ্যৎ। তোমরা বর্তমান শিক্ষা কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর মতো সত্যিকারের শিক্ষিত নাগরিক হতে হবে তোমাদের।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর প্রত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহসিন উদ্দিন, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা আক্তার, মরহুমের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল বাশার রুশদী, মরহুমের ছেলে ঢাকা ফোর পয়েন্ট বাই শেরাটন হোটেলের প্রাক্তন চীফ স্টুয়ার্ড আবুল কালাম রুশদী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন বিডিআর, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক কারী, বিশিষ্ট সমাজসেবক মোঃ নূরুল হক মুন্সি। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী তানজীলা আক্তার।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ৯টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মসজিদে শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষকগণ। কুরআন তেলাওয়াত শেষে সকাল ১০টায় কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর নেতৃত্বে মরহুমের কবর জিয়ারত করা হয়।
অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান।