প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০
![কচুয়ায় গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি](/assets/news_photos/2023/06/21/image-34585.jpg)
কচুয়ায় গ্রামীণ ব্যাংকের উদ্যোগে উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে গ্রামীণ ব্যাংক দক্ষিণ কচুয়া শাখার আয়োজনে সংগঠনের কার্যালয়ে শতাধিক উপকারভোগীর মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে কচুয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহাবুদ্দিন, এরিয়া ম্যানেজার মোহাম্মদ আরিফুজ্জামানসহ উপকারভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। একই দিনে গ্রামীণ ব্যাংক কচুয়া শাখার উপকারভোগী হতদরিদ্র পরিবারের ১০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ বৃত্তি হিসেবে প্রদান করা হয়।