প্রকাশ : ২১ জুন ২০২৩, ০০:০০
![উদ্বোধনী দিনে ফরিদগঞ্জ ও মতলব উত্তর উপজেলার জয়লাভ](/assets/news_photos/2023/06/21/image-34582.jpg)
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃউপজেলা বালক অনূর্ধ্ব-২১ কাবাডি টুর্নামেন্ট-২০২৩। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কাবাডি উপ-কমিটির সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ্ব ওমর পাটওয়ারী।
২০ জুন মঙ্গলবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে জয়লাভ করে জেলা পর্যায়ের শক্তিশালী দল ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কাবাডি দল ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার কাবাডি দল।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় চাঁদপুর সদরের সাথে ফরিদগঞ্জ উপজেলা ৩৩-২২ সেটে জয়লাভ করে। অপরদিকে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় সংসদীয় এলাকার একই আসনের দুই উপজেলা মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলা ক্রীড়া সংস্থার কাবাডি দল। খেলায় মতলব দক্ষিণ উপজেলা খেলার নিয়মাবলির ৭নং ধারা অনুযায়ী খেলোয়াড়দের বয়স প্রকাশের কোনো কাগজপত্র দেখাতে না পারায় মতলব উত্তর উপজেলাকে বিজয়ী ঘোষণা করেন খেলা পরিচালনাকারী রেফারীগণ।
উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন জেলার ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, জেলা ক্রীড়া অফিসার মোঃ তারিকুল ইসলাম, কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরনবী নোমানসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।