শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০

আজ দিনাজপুর একাডেমির সাথে ফাইনালে লড়বে গণি মডেল হাই স্কুল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ লড়বে চাঁদপুর গণি মডেল হাই স্কুল ক্রিকেট দল। আজকের ম্যাচে জিততে পারলেই দেশসেরা স্কুল ক্রিকেট দল হিসেবে পরিচিত হবে চাঁদপুরের এই দলটি।

নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ ১৯ জুন সোমবার ফাইনালে লড়বে চাঁদপুর গণি মডেল হাই স্কুল ও দিনাজপুর একাডেমি ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সকাল ৯টায় শুরু হবে খেলাটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে খেলাধুলা বিষয়ক চ্যানেল টি স্পোর্টস।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে শনিবার (১৭ জুন) চাঁদপুরের দলটি সেমি-ফাইনালে মুখোমুখি হয়েছিলো ঢাকা আগা নগর হাইস্কুলের সাথে এবং ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে। জাতীয় পর্যায়ের স্কুল ক্রিকেট টুর্নামেন্টের কোনো দল হিসেবে এই প্রথম চাঁদপুরের গণি মডেল হাই স্কুল দলটি জাতীয় পর্যায়ের ফাইনালে খেলার সুযোগ পেলো।

গণি মডেল হাই স্কুল ক্রিকেট দলের খেলোয়াড়রা হলেন : সালমান, আইয়ান, মাহমুদুল হাসান, আইমন, সিফাত, রাফিদ, ইয়াসিন, মাহান গাজি, হামিম, মুনতাসির, রজত, হামজালা, অতুন সাহা ও আবদুর রাজ্জাক নিলয়। কোচ পলাশ কুমার সোম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়