শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০০:০০

শিক্ষা নয় গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে সরকার কাজ করছে
কামরুজ্জামান টুটুল ॥

শিক্ষা নয় গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে সরকার কাজ করছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে বঙ্গবন্ধুর সুুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক মানের একাডেমিক ভবন, শিক্ষক নিয়োগ ও শিক্ষা উপকরণ প্রদানসহ সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ভবন নির্মাণ করে চলছে। তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ-শাহরাস্তিতে এ পর্যন্ত প্রায় সাত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মিত হয়েছে। রোববার ১৮ জুন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে দেশ, জাতি ও সরকারের সফলতাণ্ডসমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। এর আগে অধ্যক্ষের নেতৃত্বে প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কলেজ ক্যাম্পাসে স্বাগত জানান কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটাঃ আহসান হাবিব অরুণ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, আবু তাহের প্রধানীয়া প্রমুখ।

অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন রতন, অধ্যাপক স্বপন কুমার পাল, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ আবুল হাসেম, এনায়েত করিম ইসহাক, শামসুজ্জামান মুন্সী, মোঃ শুকু মিয়া, উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যাহসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এদিন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপজেলার বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের চার একাডেমিক ভবন ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের তিন তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়