শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০

শাহরাস্তি প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
শাহরাস্তি ব্যুরো ॥

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ৭১ টিভির সংবাদ সংগ্রাহক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শাহরাস্তি প্রেসক্লাব। ১৭ জুন দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি ৭১ টিভির উপজেলা প্রতিনিধি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সূচিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন ভূঁইয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক চৌধুরী, সাংবাদিক ফয়েজ আহমেদ, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক জামাল হোসেন, সাংবাদিক হাসানুজ্জামান, জাহিদ হাসান ও আবু মুসা আল সিহাব। উপস্থিত ছিলেন উপজেলা তরিকত ফেডারেশনের সাধারণ সম্পাদক হাজী ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান সেন্টু, সজল পাল, রাফিউ হাসান হামজা, মোঃ শাহ আলম ভূঁইয়া,জুয়েল শেখ, প্রভাষক ফারুকুল আলম প্রমুখ।

সভায় বক্তারা গোলাম রাব্বানীর হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ হত্যাকাণ্ডে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়