প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০
![চাঁদপুর সিটি কলেজের এমপিওভুক্তিতে সুজিত রায় নন্দীকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা](/assets/news_photos/2023/06/18/image-34453.jpg)
চাঁদপুর সিটি কলেজ এমপিওভুক্তিকরণে কলেজ প্রতিষ্ঠাতা ও গভর্নিংবডির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দীকে ফুলেল শুভেচ্ছা প্রদানপূর্বক তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলামসহ কলেজ শিক্ষকবৃন্দ।
গতকাল ১৭ জুন শনিবার দুপুরে চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন সুজিত রায় নন্দীর বাসভবনে তারা এই ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। অনুরূপভাবে এ দিন একই সময়ে কলেজের বাংলা বিভাগের প্রভাষক লাভলী রাণী মজুমদারের নেতৃত্বে মহিলা শিক্ষকগণও পৃথকভাবে সুজিত রায় নন্দীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশপূর্বক তাঁকে ফুলেল শুভেচ্ছা অর্পণ করেন। এ সময় কলেজ উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আতাউর রহমান পাটোয়ারী, পৌর আওয়ামী লীগ নেতা দেবাশীষ কর মধু, কলেজ অধ্যক্ষসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ডিগ্রিস্তর ও চাঁদপুর সিটি কলেজকে এমপিওভুক্তিকরণের দাবিতে সুজিত রায় নন্দী মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে আবেদন জানালে প্রধানমন্ত্রী তা অনুমোদন করেন।