শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০

ফরক্কাবাদ হাইস্কুলের পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হলেন এমআর শামীম
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বালিয়া ইউনিয়নের কৃতী সন্তান বাংলাদেশ স্পোর্টস্ গুডস্ মার্চেন্টস্, ম্যানুফেকচারার্স এন্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও দেশের শীর্ষ পর্যায়ের স্পোর্টস্ সামগ্রী ব্যবসায়ী তরুণ সমাজ সেবক শিক্ষানুরাগী এমআর শামীম।

১৬ জুন শুক্রবার ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দায়িত্ব বুঝে নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে তাঁর সভাপতিত্বে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের পক্ষ থেকে শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং এলাকাবাসী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এমআর শামীমসহ নবনির্বাচিত ম্যানেজিং কমিটিকে ফুলেল শুভেচ্ছায় প্রাণঢালা অভিনন্দন জানান। এরপর ম্যানেজিং কমিটি সবাইকে নিয়ে চাঁদপুর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে চা চক্রে মিলিত হন।

জানা যায়, কুমিল্লার (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৯ ধারা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অন্তর্গত বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য ২৯(৩) ধারা অনুযায়ী অনুমোদন দেয়া হয়। আর প্রজ্ঞাপন কার্যকরের তারিখ থেকে ৩০ দিনের মধ্যেই প্রথম সভা করতে হয়। আর তাই এমআর শামীম পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়ে সবাইকে নিয়ে প্রথম সভাটি সম্পন্ন করলেন।

ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে নির্বাচিত অন্যরা হলেন : দাতা সদস্য অধ্যক্ষ ড. মোঃ হাসান খান, অভিভাবক সদস্য মাসুম ঢালী, মোঃ সাইফুল ইসলাম খান, মোঃ মোক্তার হোসেন মিয়াজী, মোঃ আমিনুল আহছান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোসাম্মৎ হাজেরা বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মোঃ মামুনুর রশীদ মিজি, দিনেশ চন্দ্র দাস, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাহার আক্তার ও সদস্য সচিব প্রধান শিক্ষক মোঃ কবির আহম্মদ ওসমানী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়