প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক](/assets/news_photos/2023/06/18/image-34451.jpg)
হাজীগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মোঃ পলাশ (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জুন) সকালে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ পলাশ কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার রাজমঙ্গলপুর গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে। এদিন তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইউনুছ মিয়াসহ সঙ্গীয় ফোর্স। এ সময় ওই এলাকার হাজী আঃ রশিদ ফার্নিচার হাউজের সামনে সন্দেহভাজন হিসেবে মোঃ পলাশকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ৮ কেজি গাঁজা জব্দ এবং তাকে আটক করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হবে।