প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী আজ চাঁদপুর আসছেন। তিনি আজ শনিবার সকাল ৮টায় নৌ-পথে রওয়ানা হয়ে সকাল সাড়ে ১১টায় চাঁদপুর পৌঁছবেন।
এরপর চাঁদপুর শহরের নিজ বাসভবনে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। বিকেল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় একই স্থানে জেলা আওয়ামী লীগের আয়োজনে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল এবং সম্মানিত অতিথি হিসেবে জেলা, উপজেলা ও শহর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়া তিনি দিনব্যাপী রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। পরে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।