প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০০:০০
![নিখোঁজ সংবাদ](/assets/news_photos/2023/06/17/image-34417.jpg)
ফরহাদ (১৭), পিতা- মৃত আবুল কাশেম, গ্রাম- পশ্চিম সকদী, পোঃ- সাহেব বাজার, উপজেলা ও জেলা- চাঁদপুর। গত ১০ জুন রোববার বিকেলে ছেলেটি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। হারিয়ে যাওয়ার সময় তার গায়ে পেস্ট কালার পাঞ্জাবী ও মাথায় টুপি পরা ছিলো। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার ও উচ্চতা ৪ ফুট। ছেলেকে হারিয়ে তার মা পাগল প্রায়। কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে নি¤েœর মোবাইল ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো। মোবাইল ফোন : ০১৩০১৪৪২১১৭, ০১৮৬৭৮৮৬৫৯৯।
জিডি : ৬০৪/২৩