শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০০:০০

শাহতলী কামিল মাদ্রাসায় চামড়া সংগ্রহে উপলক্ষে মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার শত বছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের চামড়া সংগ্রহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৫ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় মাদ্রাসার সভাকক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা কষ্ট করে চামড়া দেন। আপনাদের সহযোগিতায় লিল্লাহ বোর্ডিং চলে। প্রাক্তন ছাত্রদের চামড়া সংগ্রহে অনেক ভূমিকা রয়েছে। মসজিদে শুক্রবারে জুমআর নামাজের সময় চামড়া সংগ্রহে আহ্বান জানাতে হবে। মসজিদের ইমামগণ চামড়ার বিষয়ে আহ্বান জানাবেন। আমাদের লোকাল শিক্ষকরা খুবই আন্তরিক। তারা চামড়া সংগ্রহে ভূমিকা রাখে। ক’জন খুব কঠিন পরিশ্রম করেন। যারা স্টাফ আছে তারা সহযোগিতা করবেন। ছাত্রদেরকে আপনারা ক্লাসে ক্লাসে আহ্বান জানাবেন। বিক্রিটাতে যেন ভালো মূল্য পাওয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কমিটির সদস্যরাও একটু তৎপর থাকতে হবে। আপনারা বিক্রেতাদের সাথেও যোগাযোগ করবেন।

তিনি আরো বলেন, শাহতলী কামিল মাদ্রাসা একটি প্রসিদ্ধ দ্বীনি প্রতিষ্ঠান। এ মাদ্রাসার সুনাম রয়েছে। অনেকে এ মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে সহযোগিতা করছে। আমরাও সহযোগিতা করে আসছি। প্রতিষ্ঠানে দীর্ঘদিনের যে অবকাঠামো সংকট রয়েছে তার সমাধান হয়েছে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সহযোগিতায় একটি ৪ তলা ভবন হয়েছে। আপনাদের খোঁজ নিতে হবে। মূল কাজটা শিক্ষকদের করতে হবে। আপনারা সবাই লিল্লাহ বোর্ডিংয়ে শরীক হচ্ছেন। তাতে আমি কৃতজ্ঞ।

শাহতলী কামিল মাদ্রাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, গভর্নিং বডির সদস্য মাওলানা আব্দুল হানিফ, শাহতলী বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ মেম্বার, শাহতলী বাজারের ব্যবসায়ী কারী আব্দুল ওয়াদুদ, অভিভাবক আলহাজ্ব আবুল কালাম আজাদ ও প্রাক্তন ছাত্র মাওলানা হাবিবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ কামাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ, ইংরেজি প্রভাষক আরবী প্রভাষক মাওলানা এএনএম হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মোঃ বেলায়েত হোসেন মিজি, সহকারী শিক্ষক আহসান হাবীব, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক আহসান হাবীব, শরীরচর্চা শিক্ষক মোঃ শরীফ হাওলাদার, সহকারী শিক্ষক মাওলানা আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ফজলুল হক মুন্সি, ইবতেদায়ী প্রধান শরীফ মোঃ মোস্তফা খান, স্থানীয় ব্যক্তি মোঃ নান্নু মিজি, মাদ্রাসার হিসাবরক্ষক মোঃ শরিফুর রহমান খান, অফিস সহকারী মোঃ রিয়াদ হোসেন মিজি, অফিস সহকারী মোঃ শরীফ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যরা। সভা শেষে দোয়া আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন। তিনি সভাপতির বক্তব্য রেখে সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়