প্রকাশ : ১৫ জুন ২০২৩, ০০:০০
ইউএসএইড-এর সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে নির্বাচনী ক্যাম্পেইন এবং নির্বাচনী ক্যাম্পেইন ব্যবস্থাপকের ওপর নারীর রাজনৈতিক দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ চাঁদপুরে অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনী ক্যাম্পেইন ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজারের ভূমিকা ও বৈশিষ্ট্য, দলে নারী ক্যাম্পেইন ম্যানেজারের প্রয়োজনীয়তা, নির্বাচনী প্রচারাভিযানের গুরুত্বপূর্ণ ৬টি ধাপ নিয়ে আলোচোনা করা হয়েছে। এই দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অন্তর্ভুক্তি আরো সম্প্রসারিত করা এবং প্রত্যেক পার্টির রোডম্যাপ অনুযায়ী পার্টি কমিটিতে ৩৩ শতাংশ নারী কোটা অর্জন নিশ্চিত করা। প্রশিক্ষণটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লার রিজিওনাল ম্যানেজার আবুল বাশার। অংশগ্রহণকারীরা প্রচারাভিযান পরিচালনার ছয়টি ধাপ দলীয় কাজের মাধ্যমে অনুশীলন করেন। মূল দলে নারীদের দক্ষতার সাথে কাজের পরিবেশ তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে তাদের মতামত প্রকাশ করা হয়।
এই প্রশিক্ষণে অংশ নেন অ্যাডঃ মুনিরা চৌধুরী (সভাপতি চাঁদপুর জেলা মহিলা দল এবং সহ-সভাপতি চাঁদপুর জেলা মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম), রেবেকা সুলতানা বকুল (সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা, চাঁদপুর পৌর আওয়ামী লীগ), অ্যাডভোকেট শিরিন সুলতানা মুক্তা (সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা মহিলা দল)। সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাল্টিপাটি অ্যাডভোকেসি ফোরামের সভাপতি মুনির চৌধুরী। এছাড়াও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা মহিলা দল এবং জেলা মহিলা পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রশিক্ষণ কর্মশালাতে অংশগ্রহণ করেন।