প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০
![চাঁদপুর মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের কর্মপরিকল্পনা সভা](/assets/news_photos/2023/06/13/image-34262.jpg)
মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুরের উদ্যোগে কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মাল্টি পার্টি এডভোকেসি ফোরামের সভাপতি জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
ফোরামের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরীর পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভানেত্রী ফোরামের সহ-সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরামের সহ-সভাপতি হযরত আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফোরামের সহ-সভাপতি অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফোরামের সহ-সভাপতি রেবেকা সুলতানা, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফোরামের সদস্য মোঃ মাসুদুল আলম রনি, চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফোরামের কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ বাহার, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ফোরামের সদস্য শরীফ হোসেন পাটওয়ারী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কুমিল্লা রিজিওনাল অফিসার আবুল বাসার, প্রোগ্রাম অফিসার মাসুদ আলম, সহকারী শামীমা আক্তার, জেলা কৃষক দলের সভাপতি ফোরামের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লাহ খোকন, জেলা জাতীয় মহিলা পার্টির সদস্য শিরিন স্বপ্না, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফোরামের দপ্তর সম্পাদক নাহিদা আক্তার সেতু, ফোরামের সদস্য অ্যাডঃ শিরিন সুপ্তাসহ ফোরামের অন্য সদস্যরা।
পরিকল্পনা সভার আলোচ্য বিষয়সমূহ ছিলো : ম্যাফ-এর চলমান কার্যক্রমের সমন্বয় করা, আসন্ন নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর মাঝে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা এবং ম্যাফ-এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ চাঁদপুরের বিভিন্ন সামাজিক সমস্যা সমূহ, যেমন- যানজট, লেকের সংস্কার ও সৌন্দর্য বর্ধন, নারী এবং পুরুষদের জন্য আধুনিক গণশৌচাগার নির্মাণ, পলিথিনের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতনতা মূলক ক্যাম্পেইন, শহরের বর্জ্য-ব্যবস্থাপনার উন্নয়নে উদ্যোগ ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে ফোরামের প্রতি আহ্বান জানান।