প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পূর্ব ইউপির ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বোরহান আহমেদ বেপারী নির্বাচিত হয়েছেন। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মেদ ওমরাহ হজ্ব করতে গিয়ে গত ৬ এপ্রিল মৃত্যুবরণ করলে এই আসনটি শূন্য হয়। পূর্ব আলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ওয়ার্ডের পুরুষ ও মহিলা ২৯৮২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মরহুম ইউপি সদস্য আলী আহমেদের ছেলে বোরহান আহমেদ বেপারী (ফুটবল) নিয়ে ৫৮৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী আমির বেপারী (টিউবওয়েল) ৪৯১ ভোট, দেলোয়ার হোসেন খন্দকার (মোরগ) ভোট ৪৩৩ এবং জয়নাল আবেদীন (আপেল) ১৫৩ ভোট পেয়েছেন। মোট ১৬৬৪ ভোট কাস্ট হয়।
নির্বাচনের দিন র্যাব, পুলিশ ও আনসারসহ তিন স্তরের নিরাপত্তা মোতায়েন ছিলো।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা জানান, নির্বাচনে পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছিলো।