শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর ও সদর উপজেলা যুবলীগের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত বিভাগীয় শান্তি সমাবেশ উপলক্ষে চাঁদপুর সদর ও পৌর যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১২ জুন) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁদপুর পৌর ও সদর উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহিন পাটওয়ারী।

তিনি তার বক্তব্যে বলেন, যারা যুবলীগ করেন তারা সাবধানে থাকবেন। আগামীতে কঠিন সময় আসছে। চাঁদপুরে যুবলীগের অনেক নেতা-কর্মী পেটের দায়ে আজ বিদেশে চলে গেছেন। আমাদের নেতৃত্বের অভাব রয়েছে। যুবলীগের নেতা-কর্মীদের প্রতি সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

তিনি আরো বলেন, আগামী ১৪ জুন যুবলীগের শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা যুবলীগ, সদর ও পৌর যুবলীগের ভূমিকা পালন করতে হবে। দলের মধ্যে দীর্ঘ দিন যাবৎ যারা ত্যাগ স্বীকার করেছে তাদের অগ্রাধিকার দেয়া হবে। কারণ চাঁদপুরের রাজনীতিতে তাদের অবদান রয়েছে। চাঁদপুরের মানুষ শান্তিপ্রিয়। তাই ত্যাগী কর্মীরা রাজনীতিতে সকলের অগ্রাধিকার চায়।

সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডঃ জাফর ইকবাল মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ রাসেল মিজি ও কামরুল হাসান শিপন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল।

চাঁদপুর পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ আব্দুল মালেক শেখর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটোয়ারী বাবু, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের যুগ্মণ্ডআহ্বায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, পৌর যুবলীগের সদস্য অ্যাডঃ কবির চৌধুরী, বালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সাহাব উদ্দিন গাজী, পৌর ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোঃ মোবারক হোসেন বেপারী, ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়